নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে॥
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি বৃহস্পতিবার (২১অক্টোবর) বিকেলে হবিগঞ্জ জেলায় কর্মরত ইলেকট্টনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বাহুবল সার্কেল আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদ, জেলা গোয়েন্দা শাখার ডিআইও (১) সৈয়দ মোস্তফা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আল আমিন, টিআই হোসেনুজ্জামান, হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ নাজমুল হক কামাল। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাংবাদিক শফিকুল আলম চৌধুরী, আঃ হালিম, প্রদিপ দাশ সাগর, শাকিল চৌধুরী, মোহাম্মদ নায়েব হোসাইন, রাহিম আহমেদ প্রমূখ।
মন্তব্য করুন