ঝালকাঠিতে গৃহহীন ১১৭ টি পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২১, ১০:৩১ অপরাহ্ন /
ঝালকাঠিতে গৃহহীন ১১৭ টি পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।

২১ অক্টোবর’২১ দুপুর ২ টায় রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার আনুজা মন্ডল সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হস্তান্তর করা হয়।

আজ হস্তান্তরের তালিকায় ছিলো রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের কৈবর্তখালী গুচ্ছ গ্রামের ৫৩টি ও বড়ইয়া ইউনিয়নে ৬৪টি সহ মোট ১১৭ টি। গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হয় লটারির মাধ্যমে।