নবীগঞ্জে দাঙ্গাবাজ পিতা ও পুত্র গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ন /
নবীগঞ্জে দাঙ্গাবাজ পিতা ও পুত্র গ্রেফতার

 নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে :

নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের বাংলাবাজার সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত দুই দাঙ্গাবাজ আব্দুর রহিম (৫৮) তার পুত্রকে দিলাল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত গভীর রাতে এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় মূল সন্ত্রাসী তাহিদ মিয়ার পুত্র মঙ্গল পালিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৩ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে রিয়াজ (১৩) নামের এক শিশু বাচ্ছাকে নির্দয় নির্যাতন করে ওই গ্রামের মৃত ইজন চৌকিদারের পুত্র আব্দুর রহিম। খবর পেয়ে রিয়াজের পিতা আবু বক্কর তালুকদার তাকে উদ্ধার করে। এসময় বাংলাবাজার নিয়ে আসার পথে রহিমের সহোদর সন্ত্রাসী বজলের ভাড়াটিয়া বাসা থেকে রামদাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে পিতা/পুত্রকে গুরুতর আহত করে আলোচিত সন্ত্রাসী মঙ্গল মিয়া,বজল,ফজল মিয়া,সালাম ও আব্দুস ছালেক,দিলাল,রহিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এঘটনাকে নজিরবিহীন হিসেবে অভিহিত করেন এলাকার লোকজন।

গুরুতর আহত দুজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল প্রেরন করেন। এঘটনায় রিয়াজের সহোদর কলেজ ছাত্র রেদুওয়ান আহমদ ১৭ অক্টোবর ৮ জনসহ অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এলাকার শান্তি,শৃংখলা রক্ষায় চৌকিদার ইজনের পুত্র সালাম এবং তাহিদের পুত্র মঙ্গলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের বিরোদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ছাড়াও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এনিয়ে থানার এএসআই লুৎফুর রহমান বলেন,অপরাধ নির্মূলে পুলিশ বদ্ধপরিকর। অভিযুক্তদের শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে।