নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে॥
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ভালবেসে বিয়ে করে ঘর বাধা হলো না প্রেমিক যুগলের। পিতার মামলায় বাসর ঘর থেকে প্রেমিকাকে উদ্ধার করলেও পালিয়ে গেছে প্রেমিক। জানা যায়, উপজেলার ঢেওয়াতলি গ্রামের মৃত আব্দুস সাত্তারের কন্যা সোমা আক্তার (২০) এর সাথে মোবাইলে পরিচয় হয় শায়েস্তাগঞ্জ চন্ডিপুর গ্রামের আলাই মিয়ার পুত্র সজল (২৫) এর। পরে তাদের মাঝে মন দেয়া নেয়া চলে। কিন্তু বিষয়টি মেনে নেয়নি সোমার পরিবার। এরই মাঝে তারা ঘর বাধার আশায় পাড়ি জমায় অজানায়। গত বুধবার হবিগঞ্জ আদালতে এসে এভিডেভিড করে বিয়ে করে চুনারুঘাটের পাকুরিয়ায় সজলের বন্ধুর বাড়িতে বাসর ঘর সাজায়। গত শুক্রবার রাতে সোমার পিতা চুনারুঘাট থানায় অভিযোগ দিলে পুলিশ বাসর ঘরে হানা দিয়ে সোমাকে উদ্ধার করে। এ সময় সজল ও তার বন্ধু পালিয়ে যায়। ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, ভিক্টিমকে মেডিকেল করাতে শনিবার রাতে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিতার অভিযোগ এর প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে ধর্ষণ হয়েছে কিনা।
মন্তব্য করুন