সিলেট প্রতিনিধিঃ
আজ ১৭ অক্টোবর সিলেট মহানগরীর শিবগঞ্জে ফুলকুঁড়ি আন্ত:আসর ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
টিলাগড় অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুর রহমানের পরিচালনায় ও অঞ্চল পরিচালক জাকারিয়া হোসেন ফাহিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরীর সহ- সভাপতি, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর।
আরো দেখুনঃ চার্চে ছুরিকাঘাতে ব্রিটিশ এমপি নিহত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী পরিচালক অগ্রপথিক নাঈম খান, সহকারী পরিচালক আহসানুল হক সুমন ও আব্দুর রহমান।। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক রায়হান রহমান ও সাইফুর রহমান কাজল। খেলা পরিচালনায় ছিলেন আনোয়ারুল করিম রাহাত, রেদোয়ান রহমান ও জিয়াউল আলম সাকিল। ফাইনাল ম্যাচে আইস ভাইপার শাহপরান (প্রস্তাবিত আসর) ২-০ গোলে মিরাপাড়া জুনিয়র ফাইটারকে (ঝিঙেফুল আসর) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
মন্তব্য করুন