তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ।।
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নার্স,দারোয়ান নিয়োগ প্রদানসহ নিয়মিত ঔষধ সরবরাহের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় পেরুয়া উন্নয়ন ফোরামের ব্যানারে পেরুয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহন করেন।
পেরুয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী শুধন দাসের সভাপতিত্বে ও মোস্তাহার মিয়া মোস্তাকের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পরিতোষ রায় পেরুয়া উন্নয়ন ফোরামের সভাপতি ইয়াছিন,আব্দুল মাজিদ, কাইমা মধুপুরের উন্নয়ন ফোরামের সভাপতি মো. নেজাবুল ইসলাম,তথ্য সেবা সহকারী ফারহাতুল রায়হান বিথি,দিরাই ডি এস এস শাহজাহান সিরাজ, লিটন দাস,জুনায়েদ,মোশারফ মিয়া,হাসনাবাদ মসজিদের ইমাম আফজল হোসাইন ও হাজী মোহাম্মদ হারিছ মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, পেরুয়া গ্রামে বিট্রিশ আমলে ৮ শয্যার উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু ২০১২ সালে উপ-স্বাস্থ্য কেন্দ্রটির ভবণ নির্মাণ করা হয়। এই প্রতিষ্ঠানে কাগজে কলমে একজন ডাক্তার, একজন নার্স, একজন এম বি বি এস চিকিৎসক, সহকারী ও একজন দারোয়ান এবং নিয়মিত ঔষধ সরবরাহের কথা থাকলে বাস্তবের সাথে এর কোন মিল নেই। বক্তারা আরো বলেন, পেরুয়া এই উপ স্বাস্থ্য কেন্দ্রটিতে চরনারচর ও আটগাঁও এই দুটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক নারী পূরুষ বিশেষ করে গর্ভবতী মহিলারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার,নার্স ও দারোয়ান নিয়োগের মাধ্যমে ঐ দুটি ইউনিয়ন বৃহত জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্বাস্থ্যমন্ত্রী ও জেলা সিভিল সার্জনের প্রতি জোর দাবী জানান।
মন্তব্য করুন