সিলেট প্রতিনিধিঃ
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১০৮৮তম সাপ্তাহিক সাহিত্য আসর ১৪ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস।
পঠিত লেখার উপর মূখ্য আলোচকের বক্তব্য রাখেন সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব। আসরে লেখাপাঠে অংশ নেন সিরাজুল হক, মুক্তার আহমদ, মঞ্জুর আহমদ সাকিব, সৈয়দ আলতাফ হোসেন খলুক, ডিএইচ শিশির, মোঃ সাজিদুর রহমান, ছয়ফুল আলম পারুল, কুবাদ বখত চৌধুরী রুবেল, জুবের আহমদ সার্জন, মোঃ আমির আলী, লুৎফা আহমদ লিলি, জুবায়ের নাবিল, শাহিনা জালালী পিয়ারী, সৈয়দ কামরুল হাসান, মোহাম্মদ ওয়ালিউল্লাহ, লিলু মিয়া প্রমুখ। নাঈমুল ইসলাম গুলজারের উপস্থাপনায় আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ।
মন্তব্য করুন