শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন দেবাশীষ মুখার্জী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২১, ৩:৩৭ অপরাহ্ন /
শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন দেবাশীষ মুখার্জী

সুমন কর্মকার,তালা সাতক্ষীরা প্রতিনিধি-
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাগুরা ইউনিয়ন সহ তালা উপজেলার সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাগুরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা দেবাশীষ মুখার্জী। শুভেচ্ছা বার্তায় দেবাশীষ মুখার্জী বলেন, শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দের বার্তা। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।
কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি দূর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃবিদ্ধর জন্য প্রার্থনা করার আহবান জানান।