নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ ॥
হবিগঞ্জ সিপিসি র্যাব-৯ এর অভিযানে চুনারুঘাটের আহম্মেদাবাদ এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মোঃ রুবেল মিয়া (৩০) মৃত আবুল মিয়ার ছেলে। সোমবার ১১ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মেদাবাদ ইউনিয়নের রাণীকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারা মূলে মামলা দায়ের করে উদ্ধার করা গাজা সহ আটক রুবেল মিয়াকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন