সিলেট প্রতিনিধিঃ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ ১১অক্টোবর রোববার থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ দিন দেবী দুর্গার মূল পূজা শুরু হয়ে আগামী শুক্রবার বিজয়া দশমী পর্যন্ত মুখরিত থাকবে পূজা মণ্ডপগুলো। সিলেটজুড়ে আড়াই হাজারেরও বেশি মণ্ডপ ঢাকের বাদ্যে থাকবে সরগরম। উৎসবে মেতে ওঠবেন সনাতন ধর্মের সব শ্রেণি-পেশার মানুষ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, এ বছর সিলেট বিভাগে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২৫৮৪টি পারিবারিক, বারোয়ারি ও সার্বজনীন মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। অবশ্য গেল বছরের চেয়ে এ বছর মণ্ডপের সংখ্যা ১৭১টি কম। গেল বছর মণ্ডপের সংখ্যা ছিল ২৭৫৫টি।
সংশ্লিষ্টরা জানান, সিলেট জেলায় এবার ৬০৫টি মণ্ডপে পূজার আয়োজন চলবে। সিলেট মহানগর এলাকায় সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে মোট ৬৫টি পূজার আয়োজন করেছেন পূজারীরা। এ বছর সিলেট জেলায় মণ্ডপ বেড়েছে ২১টি।
সুনামগঞ্জে এবার পূজার আয়োজন আছে ৪২০টি মণ্ডপে। গেল বছরের (৪১২টি) চেয়ে যা ৮টি বেশি।
মৌলভীবাজার জেলায় ১০৮৩টি মণ্ডপ মুখরিত থাকবে ঢাকের বাদ্যে। এ জেলায় গেল বছরের চেয়ে মণ্ডপের সংখ্যা ২১০টি কম।
এদিকে, হবিগঞ্জ জেলায় ৬৮৬টি মণ্ডপে পূজার আয়োজন রয়েছে এ বছর। গেল বছর এ সংখ্যা ছিল ৬৭৬টি। এ বছর মণ্ডপের সংখ্যা ১০টি বেড়েছে।
পূজার আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, পূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সার্বিক বিষয় দেখভালের জন্য মনিটরিং সেল রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে।
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় উৎসবে মেতে ওঠার আহবান জানান।
মন্তব্য করুন