ডেস্ক রিপোর্টঃ করোনাভাইরাসের টিকার ডোজ সম্পূর্ণকারীদের ওপর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ভ্রমণ বিধি-নিষেধ প্রত্যাহার করছে মালয়েশিয়া। দেশটির প্রাপ্তবয়স্ক ৯০ শতাংশ মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্জিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার মালয়েশিয়ার সরকার জানিয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, সরকার টিকার ডোজ সম্পূর্ণকারী মালয়েশীয়দের অনুমতির আবেদন ছাড়াই বিদেশ ভ্রমণে যেতে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
আগামীকাল সোমবার থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ইসমাইল সাবরি বলেছেন, দেশের সরকার এখন করোনাভাইরাসের ‘এন্ডেমিক’ স্তরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে; যেখানে সংক্রমণ বৃদ্ধি পেলেও ফের কঠোর লকডাউন জারি করা হবে না।
তিনি বলেন, আমাদের নিজেদেরকে কোভিডের সাথে বসবাসের কৌশল রপ্ত করতে হবে। কারণ কোভিড পুরোপুরি নির্মূল নাও হতে পারে।
৩ কোটি ২০ লাখ মানুষের দেশ মালয়েশিয়ার প্রায় ৬৫ শতাংশ মানুষ ইতোমধ্যে করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নিয়েছে; যাদের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুরাও রয়েছেন।
দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩০ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ২৭ হাজার ২৬৫ জন।
মন্তব্য করুন