ডেস্ক রিপোর্টঃ চলতি মাসেই বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিয়্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ শুরু হচ্ছে রোববার। এরই মধ্যে চুল্লি স্থাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রকল্পের মূল কাজ এগিয়েছে প্রায় ৫০ শতাংশ। সরকারের আশা, ২০২৩ সালেই পরমাণু বিদ্যুৎ পাবে দেশ।
স্বাধীনতার ৫০ বছরের মাথায় দেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান এই চুল্লি ভবনগুলো জানান দিচ্ছে খুব বেশি সময় বাকি নেই এর চূড়ান্ত স্তরে পৌঁছাতে।
২০১৭ সালে নভেম্বরে মূল নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে এখানে দৈনিক ২৫ হাজার দেশি-বিদেশি শ্রমিক-প্রকৌশলীর শ্রমে-ঘামে আমূল পাল্টে গেছে রূপপুরের এই প্রকল্প এলাকা। প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবন প্রায় প্রস্তুত। ভৌত অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিটও।
রিয়্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশনের মাধ্যমে পরমাণু স্থাপনা নির্মাণের সাফল্য ধারায় নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে দেশ।
মন্তব্য করুন