কুলাউড়া প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন- ১২ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখনকার পুলিশ জাতির জনকের স্বপ্নের পুলিশ। জনগণের সেবা দেওয়া, জঙ্গিবাদ দমন করা, মাদক নির্মূলে কাজ করে পুলিশ এখন জনগণের বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি আরও বলেন, পুলিশের অস্ত্র দিয়েই আমরা অনেক মুক্তিযুদ্ধা প্রথমে যুদ্ধে অংশগ্রহণ করি। এ কারণে স্বাধীনতা সংগ্রামে এই পুলিশ বাহিনীর অপরিসীম ভূমিকা রয়েছে। গতকাল (৯ অক্টোবর) শনিবার মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি বলেন, জাতির জনকের স্বপ্নের দেশ গঠনে পুলিশ বাহিনী অনেক ভূমিকা রাখছে। দেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়েছে। আমরা মধ্যম আয়ের দেশ থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশে পরিণত হবো। মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপুলিশের পুলিশ সুপার দিদারুল আরিফ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহহাজ্জ মিছবাহুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) ও স্থাপত্য অধিদফতরের বাস্তবায়নে এবং বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় ছয়তলা ভিত বিশিষ্ট চারতলা আধুনিক জুড়ী থানা ভবনে ব্যয় হচ্ছে ৭ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৩শত ৫০ টাকা।
আপনার মতামত লিখুন :