রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বৃহস্পতিবার বেলা ১২ঘটিকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের পর আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামীন লীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখতের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য নেছার আহমদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী প্রদিপ কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নিহার কান্তি, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান আনসারী মনাই প্রমূখ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শংকর দুলাল দেবের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন রাজনগর থানার এসআই সওকত মাসুদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফারুকুজ্জামান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আকমল হোসেন, যুগ্ম আহবায়ক মিনাজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম সোহেল, পাঁচগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছানা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
মন্তব্য করুন