সিলেট ওসমানী বিমানবন্দরে লাগেজ বিহীন প্রবাসীদের হট্টগোল, কর্তৃপক্ষের আশ্বাসে স্থান ত্যাগ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২১, ৭:৫১ অপরাহ্ন /
সিলেট ওসমানী বিমানবন্দরে  লাগেজ বিহীন প্রবাসীদের হট্টগোল, কর্তৃপক্ষের আশ্বাসে  স্থান ত্যাগ

সিলেট প্রতিনিধিঃ মালয়েশিয়া ও ওমান থেকে আসা কয়েকজন প্রবাসীর সঙ্গে তাদের লাগেজ না আসায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে হ্ট্টগোল করেছেন তারা। বুধবার ৬ অক্টোবর বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৬ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১২টায় মালয়েশিয়া ও ওমান থেকে সিলেটে আসা প্রবাসীদের মধ্য থেকে ৮-১০ জনের লাগেজ তাদের সঙ্গে ফ্লাইটে আসেনি। ইমিগ্রেশনের সময় বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করেন ভূক্তভোগী প্রবাসীরা।

পরে বিমাবন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা তাদের বলেন, এরকম অনেক সময় ঘটে যায়। তাই আপনাদের পাসপোর্টের ফটোকপিসহ মোবাইল ফোন নাম্বার দিয়ে যান, লাগেজ আসামাত্র ফোন করে নিয়ে আপনাদের কাছে লাগেজগুলো হস্তান্তর করা হবে।

এ বিষয়ে ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, মালয়েশিয়া ও ওমান থেকে আসার ৮-১০ জন প্রবাসীর লাগেজ ঢাকা থেকে তাদের সঙ্গে আসেনি। বিষয়টি জেনে তারা খানিকটা হট্টগোল শুরু করেন। তাদের দাবিটি ন্যায্য। কিন্তু মাঝে-মধ্যে এমনটি ঘটে যায়। বিষয়টি তাদের বুঝিয়ে বলা হয় এবং তাদের কন্টাক্ট নাম্বার রাখার পর তারা চলে যান।