আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে ১০টি পাওয়ার পাম্প মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেশিন বিতরণ করা হয়।
ঝালকাঠি সদর উপজেলায় ৫টি ইউনিয়নে ৩০ জন কৃষককে নিয়ে গঠিত ১০টি ক্লাবে থাকবে এ মেশিন। খড়ায় পানির অভাবে যাতে কৃষকদের চাষাবাদ বন্ধ হয়ে না যায় সেজন্য জলাশয় থেকে পানি তুলতে পাওয়ার পাম্প দেওয়া হয়। ফলে সদর তিন শতাধিক কৃষক পাওয়ার পাম্প ব্যাবহারের সুবিধা পাবেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাওয়ার পাম্প মেশিন বিতরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান আকনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন