সুমন কর্মকার,মাগুরা(তালা) প্রতিনিধিঃ তালার মাগুরায় থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। পুলিশকে সহায়তা করুন,পুলিশের সেবা গ্রহন করন’ এই স্লোগানকে সামনে রেখে থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
৩০শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার)সকালে মাগুরা আইডিয়াল মহিলা কলেজ চত্বরে তালা থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী রাসেলের সভাপতিত্বে সর্বসাধারনে জন্য উন্মক্তকৃত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হুমায়ুন কবির, তালা থানার ওসি (তদন্ত) শেখ আবুল কালাম আজাদ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান গণেশ দেবনাথ,মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী, মাগুরা আইডিয়াল কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ,যুবলীগ নেতা আকরাম শেখ, ইউপি সদস্য ময়নুল ইসলাম, শেখ রেজাউল করিম,অসীম দাশ শিব, ইনছাপ মোল্লা,উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক হিরণময় মন্ডল, মাগুরা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জী,তালা থানার এসআই প্রীতিশ কুমার রায় সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা থানার এসআই হুমায়ুন কবীর।
মন্তব্য করুন