যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার কৃতি সন্তান, গন মানুষের নেতা, তৃনমুল বিএন পির আস্তার প্রতিক, করোনা ভাইরাস সম্মুখ যোদ্ধার অন্যাতম সৈনিক মানবতার ফেরিওয়ালা তরুন সমাজের অহংকার গনতন্ত্র পুনরুদ্ধার কেন্দ্রীয় কমিটির সাংগাঠনি সম্পাদক এ্যাডভোকেট মোঃ মোস্তফা কামাল মিন্টু বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় সনদ পাওয়ায় শার্শা উপজেলা তারেক জিয়া পরিষদের পক্ষ থেকে, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
গত ২৭/৯/২১তাং রোজ সোমবার বিকাল, ৫ঘটিকার সময় তাহার স্হানীয় বাসার “ল”চেম্বারে আনুষ্ঠিনিকতার মধ্যে দিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
তিনি যশোরের শার্শা উপজেলা শ্যামলাগাছি এলাকার মোঃ আঃ মজিদের ছেলে। মোস্তফা কামাল মিন্টু এখন থেকে পেশায় একজন এডভোকেট হিসাবে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় সনদ পাওয়ার মধ্যে দিয়ে নিজের পরিচয়ের স্বীকৃতি পেলেন।
তাহার এই দীর্ঘ প্রতিক্ষার অবসানের এক নতুন দিগন্তের শুভ শুচুনার আনন্দের বহিঃপ্রকাশের দৃষ্টান্ত স্হাপন করলো মোস্তফা কামাল মিন্টু থেকে এডভোকেট মোস্তফা কামাল মিন্টুতে।
তারই ধারাবাহিকতায় তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তারেক জিয়া পরিষদের,আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন (রিংকু), যুগ্ন আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল মুজিদ, সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম, সহ সকল নেতৃবৃন্দ।
মন্তব্য করুন