সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৭১’এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর আর নেই। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী…. রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্যসচিব ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছে।
সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী তেঘরিয়া পীর বাড়ির মছব্বির হোসেন পীর ও গুলচেরা বেগমের ছয় সন্তানের মধ্যে সবার বড় মালেক হুসেন পীর। ১৯৭১ সনে দশম শ্রেণির ছাত্র থাকাবস্থায় তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। বালাট সাব-সেক্টরের প্রথম ব্যাচের একজন গেরিলা যোদ্ধা ছিলেন তিনি। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দুইবারের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীরের রাষ্ট্রীয় সম্মান বিকেলে ও বাদ এশা যানাযার নামাজ সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রী ঈদগাহ (বড়পাড়া) অনুষ্টিত হওয়ার কথা।
সুনামগঞ্জের এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন পরিকল্পনামন্ত্রীর এম.এ. মান্নান এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড.জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড.আসাদ উল্লাহ্ সরকার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পীর ও আসাধারণ সম্পাদক সিদ্ধার্থ আচার্য্য, দৈনিক নয়াদিগন্ত’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মো: আ:আহাদ, সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ প্রমুখ।
মন্তব্য করুন