বড়লেখায় মসজিদে নির্মান সামগ্রী দিয়ে নিসচা’র সহায়তা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২১, ১০:৫০ অপরাহ্ন /
বড়লেখায় মসজিদে নির্মান সামগ্রী দিয়ে নিসচা’র সহায়তা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রাম উচ্চ বিদ্যালয় জামে মসজিদে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

নির্মাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান পৃষ্টপোষক ও বড়লেখা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এ কে এম শফিউল আলম, বিশেষ অতিথি  হিসাবে বক্তব্য রাখেন সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক আমান হাসান, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস সহ প্রমুখ।

উল্লেখ্য, নির্মাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাইজগ্রাম উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শাবলু আহমদ।