আব্দুল কুদ্দুস, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা, প্রয়াত জাতীয় সংসদ সদস্য নবাব আলী সরোয়ার খানের ৩য় পুত্র নবাব আলী হামিদ খান নাদির আর নেই। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকাস্থ ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি—রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা ঢাকার হোসেনী দালানে ১ম জানাজা ও রাত সাড়ে ১০টায় কুলাউড়ার পৃথিমপাশাস্থ নিজ গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করার কথা রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, নবাব আলী হামিদ খান প্রতিবছর হযরত ফাতেমা (রাঃ) সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করতেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় (ইংরেজি) নিয়মিত কলাম লেখক ছিলেন। ১৯৯৯ সালে তিনি যুগান্তর নামে একটি ক্রোড়পত্র প্রকাশ করেন। ইতোমধ্যে কয়েকটি বই রচনা করেছেন তিনি। নাদির খান দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার হাসপাতালে ভর্তি হন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান।
এদিকে প্রয়াত জাতীয় সংসদ সদস্য নবাব আলী সরোয়ার খানের পুত্র নবাব আলী হামিদ খান নাদিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্তব্য করুন