কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মুজিববর্ষ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর, কমলগঞ্জ সদর ও রহিমপুর ইউনিয়নের বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের এককালীন আর্থিক অনুদান এর চেক বিতরণ করা হয়।
এ সময় ২৫৫২ পরিবারকে ৫ হাজার টাকা করে ১ কোটি ২৭ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। রোববার দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোয়েব আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগান, আলীনগর ইউনিয়নের আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগান এবং রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের তালিকাভূক্ত চা শ্রমিকদের মাঝে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।
এছাড়াও রোববার বিকেলে মুজিববর্ষ উপলক্ষে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়নধীন চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই নির্মাণ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন চা-বাগান সমুহে ১৭ টি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আপনার মতামত লিখুন :