হবিগঞ্জে ভারতীয় মদ ও ইস্কফ সিরাপ আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন / ০ Views
হবিগঞ্জে ভারতীয় মদ ও ইস্কফ সিরাপ আটক
হবিগঞ্জ  প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান সংলগ্ন এলাকায় পৃথক দু’টি অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ ও ইস্কফ সিরাপ জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকের মোট আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ২০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ নভেম্বর) সকালে তেলিয়াপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল জালারপাড় এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল ৯টায় চা-বাগানের ঝোপে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২৪ হাজার টাকা।
এছাড়া মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে তেলিয়াপাড়ার খ্রীষ্টান কবরস্থান এলাকায় পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে মালিকবিহীন ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করে টহলদল। যার সিজার মূল্য ৫৯ হাজার ২০০ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে।।