র‌্যাবের যৌথ অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামি ‘রহমান’ গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন / ০ Views
র‌্যাবের যৌথ অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার একমাত্র  আসামি ‘রহমান’ গ্রেফতার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং র‌্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বনগাঁও এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী আব্দুর রহমান (২০) কে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ বিশ^ কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বনগাঁও গ্রামের কাছিম মিয়ার ছেলে।

জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি বিকাল ৩ ঘটিকার সময় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী বাড়িতে রেখে তার মা কাজে চলে যায়। এ সুযোগে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা কিশোরীর শয়ন ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় আব্দুর রহমান। এ সময় ঘুম ভেঙ্গে গেলে চিৎকার দিতে চাইলে আব্দুর রহমান কিশোরীর মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ঘটনার পর কিশোরী কান্নাকাটি করতে থাকলে আব্দুর রহমান তার মাথায় হাত রেখে শপথ করে বিয়ের আশ্বাস দিয়ে ঘটনাটি কাউকে না জানানোর অনুরোধ করলে কিশোরী ঘটনাটি গোপন রাখে। আব্দুর রহমান এভাবে মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে কিশোরীর শারিরীক অবস্থার পরিবর্তন দেখে তার মা এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে কিশোরী ঘটনার ব্যাপারে বিস্তারিত বলে। অতঃপর কিশোরী অন্তঃস্বত্তা হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে কিশোরীর মা আব্দুর রহমানের পিতাকে বিস্তারিত জানিয়ে কিশোরীকে বিয়ে করে সামাজিকভাবে তাদের বাড়িতে উঠিয়ে নিতে বললে আব্দুর রহমানের পিতা কিশোরীর গর্ভের সন্তান তার ছেলের নয় বলে গালমন্দ করে এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করে ও ভবিষ্যতে তাদের বাড়িতে গেলে এর পরিণাম ভাল হবে না মর্মে হুমকি দেয়। পরবর্তীতে কিশোরীর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-৯ সিলেট সদও দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।