
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের প্রথমবারের মতো ১৫টি জেলা নিয়ে রেমিট্যান্স যোদ্ধা আন্তঃজেলা কাপ টেপ টেনিস ক্রিকেট টূর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে ক্রিকেট পরিবার, শমশেরনগর এর আয়োজনে এই টূর্নামেন্টের শুভ সুচনা হয়।
রেমিট্যান্স যোদ্ধা আন্তঃজেলা কাপ টেপ টেনিস ক্রিকেট টূর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কোয়াব এর সভাপতি ও ক্রীড়া সংগঠক হাসান আহমেদ জাবেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যাবস্থাপক সালাহ উদ্দিন আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য রায়হান ফারুক, ইজ্জাদুর রহমান, সমাজসেবক আহমেদুর রহমান খোকন, কমলগঞ্জ কোয়াবের সভাপতি মো. মাহমুদ আলী, সমাজসেবক মোর্শেদুর রহমান, শিক্ষক আব্দুস সালাম, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল, বাগান পঞ্চায়েত কমিটির সর্দার আব্দুল আহাদ প্রমুখ।
বাংলাদেশের প্রথম বারের মতো দেশের ১৫ টি জেলা নিয়ে এই টূর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় গাজীপুর জেলাকে ৯ রানে হারিয়ে সুনামগঞ্জ জেলা দল বিজয়ী হয়েছে।
আপনার মতামত লিখুন :