নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে॥
লাখাই উপজেলায় প্রায় দুই হাজার কৃষকের মাঝে বীজ, রাসায়নিক সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে তিনি এগুলো বিতরণ করেন। সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ডালের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করে কৃর্ষি বিভাগ। এ সময় লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের ১ হাজার ৭৬০ জন কৃষকের মাঝে সার-বীজ বিতরণের উদ্বোধন করেন এমপি আবু জাহির। একই সঙ্গে ভর্তুকী মূল্যে ৫টি ধান কাটা ও মাড়াই মেশিন বিতরণ করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন