কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের তিলাশীজুরা গ্রামের দেশি-প্রবাসী গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক হুসাইন সিপারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১২ সেপ্টেম্বর বিকেলে তিলাশীজুরা গ্রামে দেশি-প্রবাসী গ্রুপের আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন সমাজসেবক মো. খোরশেদ আলী । সমাজকর্মী জুয়েল আহমদ এর পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি তিলাশীজুরা দেশি-প্রবাসী গ্রুপের সাধারণ সম্পাদক প্রবাসী ফারুক হুসাইন সিপার। অনুষ্টানে বক্তব্য দেন সমাজসেবক ইউসুফ মিয়া, জালাল মিয়া, ব্যবসায়ী মো.আব্দুল আলীম আকুল, ইমাম আব্দুল মন্নান, মো. মিলন খন্দকার, আব্দুল ওহাব বকুল, আকলাছ মিয়া, সৈয়দ বকুল আলী, হেলাল চৌধুরী, আছকর আলী, মো. রুবেল মিয়া, সৈয়দ মিলাদ আলী, সৈয়দ জয়নুল আলী প্রমুখ। অনুষ্টানে এলাকার ৫ টি মসজিদের ইমাম, ৩ টি প্রতিষ্ঠান, ৩ জন প্রতিবন্ধীসহ অসহায় সনাতন ৪ পরিবারে নগদ অর্থ বিতরন করা হয়।
উল্লেখ্য, সংগঠনের পক্ষে সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুহিবুর রহমান পারুল, সহ সভাপতি মো. ইউনুছ মিয়া ও প্রধান উপদেষ্টা হিরুল আলম ফরহাদ, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান ফুল, আব্দুর রাজ্জাকসহ সংগঠনের দেশ- প্রবাসের ৬০ জন সদস্যদের সহযোগিতায় এলাকার নানা আর্থ সামাজিক কাজ পরিচালনা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :