কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন ও থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো গুজব ছড়ালে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। গুজব রোধে সবাইকে সচেতন থাকতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বিত টহল থাকবে। এবারের দুর্গোৎসবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা এ উৎসবকে ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। পুলিশ সুপার বলেন, যেভাবে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে, ঠিক তেমনি আগামী জাতীয় নির্বাচনও জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি অ্যাড. নওয়াব আলী আব্বাছ খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড. এএনএম আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক আজিজুল ইসলাম, মুক্তাদির হোসেন ও নাজমুল বারী সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিধান চন্দ্র দে, সদস্য সচিব গৌরাঙ্গ দে, মহিলা সম্পাদিকা শিউলি বৈদ্য, প্রদীপ কান্ত দত্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুলাই যোদ্ধা নাহিদুর রহমান ও রায়হান আহমদ, জেলা এনসিপি সদস্য লিংকন তালুকদার ও আব্দুস সামাদ প্রমুখ।
সভায় উপজেলার ২১৫টি পূজামণ্ডপের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :