কুলাউড়ায় বিআরডিবির ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন /
কুলাউড়ায় বিআরডিবির ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ও বিআরডিবির ভাইস চেয়ারম্যান কামাল হোসনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কামালের বিরুদ্ধে কুলাউড়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় মামলা রয়েছে। এছাড়াও কামাল ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর আওয়ামীলীগকে পুনর্বাসন করতে গোপনে নেতার্কমীদের সক্রিয় করার চেষ্টা করছেন। তিনি এখনও বিভিন্ন সভায় এলাকার সাধারণ মানুষকে হুমকি দিয়ে যাচ্ছেন। এমনকি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, কামাল হোসন ডেবিল হান্টের তালিকাভুক্ত। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।