হবিগঞ্জে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৫, ১১:২০ অপরাহ্ন /
হবিগঞ্জে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান এর নেতৃত্ব পুলিশের একটি দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর এলাকার মো. বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার সুলতানপুর গ্রামের তারাব আলীর ছেলে বাবুল মিয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮), নরসিংদী জেলার পলাশ উপজেলার দক্ষিণ পারলিয়া গ্রামের মো: বুলবুল মিয়ার ছেলে মো: কাউসার (৩০), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের হানিফ মিয়ার ছেলে জহির মিয়া (২৪)। এসময় মাধবপুরে উপজেলার কমলপুর গ্রামের আজগর আলীর ছেলে মামুন মিয়া (২৪) নামে একজন পলাতক রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্ল্যা সততা নিশ্চিত করে জানান, বাবুল মিয়া ও জহির মিয়ার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলার রেকর্ড রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।