শাল্লার ভাটগাঁও গ্রামে মসজিদ নির্মাণ করলেন লন্ডন প্রবাসী মেরাজুল ইসলাম


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৩, ২০২৫, ৮:০০ অপরাহ্ন /
শাল্লার ভাটগাঁও গ্রামে মসজিদ নির্মাণ করলেন লন্ডন প্রবাসী মেরাজুল ইসলাম

হাবিবুর রহমান হাবিব,শাল্লা(সুনামগঞ্জ) থেকেঃ

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলাধীন বাহাড়া ইউনিয়নের ভাটগাঁও গ্রামে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাধীন লাইমপাশা গ্রামের লন্ডন প্রবাসী মোঃ মেরাজুল ইসলাম প্রায়২৪ লক্ষ্য টাকা ব্যয়ে আনোয়ারা মাহমুদ (মা-বাবার নামে) মসজিদ নির্মাণ করেছেন।

৮ শত ৫০ স্কয়ার ফিটের একটি দৃষ্টিনন্দন মসজিদে প্রায় ২শত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ২৩ মে শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদের উদ্বোধন করা হয়।
ভাটগাঁও গ্রামের বিশিষ্ট ব্যক্তি মোঃ আকরোল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও কিশোরগঞ্জ ৪ (ইটনা- মিঠামইন ও অষ্ট্রগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্ভাব্য এমপি পদ প্রার্থী এ্যাডভোকেট রুকন রেজা শেখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইটনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসাইন, বানিয়াচং উপজেলা শিবিরের সাবেক সাথী মোর্শেদ জাহান, উক্ত মসজিদ নির্মাণকারী লন্ডন প্রবাসী মোঃ মেরাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন শাল্লা শাখার সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।

এসময় বক্তাগণ উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন শুধু মসজিদ সুন্দর হলে চলবে না , নিয়মিত নামাজ ও আদায় করতে হবে, মসজিদ নির্মাণ কারি মেরাজুল ইসলাম বলেন আমি গরিব ছিলাম বর্তমানে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমি শাল্লা উপজেলার ভাটগাঁও গ্রামে এই মসজিদ নির্মাণ করেছি, ইনশাআল্লাহ আমার এলাকায়ও আরেকটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করার চেষ্টা করছি। আপনারা আমার ও আমার মা-বাবার জন্য দোয়া করবেন।