কুলাউড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৩, ২০২৫, ৭:২৩ পূর্বাহ্ন /
কুলাউড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কেউবা চাকরিতে কেউবা ব্যবসায় নানান পেশায় নিয়োজিত থাকলেও যে শিক্ষকের কাছ থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন তাদেরই একজনের চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন। সেই খবরে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী কর্তৃক সংবর্ধনা আয়োজনের খবর জেনে প্রাক্তন শিক্ষার্থীরা জড়ো হন নিজেদের স্মৃতিবিজরিত প্রিয় পাঠশালা প্রাঙ্গণে। আগত অনেকেই প্রিয় স্যারকে বিদায় জানাতে নিয়ে এসেছেন হরেক রকম উপহার। বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গুণীজনের উপস্থিতিতে এ যেন এক উৎসবমূখর পরিবেশ বিরাজ করেছিল বিদ্যালয় প্রাঙ্গণে। সহকারি শিক্ষক মোহাম্মদ মছদ্দর আলী যোগদানের ৩৪ বছর পর নিজ কর্মস্থল কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের মজিরউদ্দিন-খায়রুন্নেছা মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে অবসর গ্রহণ উপলক্ষে তাকে ঘিরেই নানা আয়োজনে মুখর ছিল প্রতিষ্ঠানটি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অশ্রুসিক্ত ভালোবাসায় প্রতিষ্ঠান থেকে অবসরত্ব বিদায় নেন তাদের প্রিয় শিক্ষক মোহাম্মদ মছদ্দর আলী।

২২ এপ্রিল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক ফাতেমা খানমের সভাপতিত্বে ও শিক্ষক রুম্পা দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূ্ঞাঁ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক মোহাম্মদ মছদ্দর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মুছাব্বির, মদরিছ আলী, দৈনিক সমকালের প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, প্রধান শিক্ষক আব্দুল মছব্বির শামীম, মন্তাজ আলী, রাজনগর স্কুলের শিক্ষক আব্দুর রসিদ, সহকারি শিক্ষক সুমা রানী দেব, মাজেদা সুলতানা, মো. আব্দুল মুক্তাদির, অভিভাবক আব্দুর রহমান খলিল, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুর রহমান, পর্তুগাল প্রবাসী কামরুল হাসান, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদ আহমদ চৌধুরী, প্রাক্তণ শিক্ষার্থী লুৎফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে, অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠান থেকে শেষ কর্মদিবসে সংবর্ধনা শেষে ফুলেল সজ্জিত গাড়ি বহরে অবসরপ্রাপ্ত শিক্ষককে নিজ বাড়িতে পৌঁছে দেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা।