হবিগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৯, ২০২৫, ১১:০৯ অপরাহ্ন /
হবিগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ  প্রতিনিধি 
হবিগঞ্জের  মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (৬৫) কে গ্রেপ্তার করেছে।
 রোববার (১৮ মে)সকাল ৬ টার সময় চৌমুহনী ইউনিয়নের ধর্মঘর রাস্তার মিস্ত্রিবাড়ী মোড় এলাকা থেকে ১০ কেজি সহ তাকে গ্রেপ্তার করা হয়। মিজানুর রহমান (৬৫) উপজেলার নিজনগর গ্রামের মৃত ফরাস উদ্দিনের ছেলে।
কাশিমনগর ফাঁড়ির এসআই মোঃ মিজানুর রহমান জানান, আসামি মিজানের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক মামলা রুজু করে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারকের নির্দেশে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।