মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেতুলিয়া সড়ক দুর্ঘটনায় উপজেলা পল্লি দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) আইনুল হক (২৯) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে ) সন্ধ্যা তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কের বাবুয়ানি জোত মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, তিরনই হাট ইউনিয়নের বাবুয়ানি জোত গ্রামের আব্দুল গনির ছেলে।
এ বিষয়ে ২ নং তিরনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন, তেতুলিয়া থেকে বাড়িতে যাওয়ার সময়ে ব্যাটারি চালিত গাছ ভর্তি একটি ভ্যানগাড়ি ধাক্কা দিলে গুরুতর ভাবে আহত হয়।
পরে উদ্ধার করে তেতুলিয়া হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হলে কর্তবরত চিকিৎসক তাকে রেফার করেন দিনাজপুর মেডিক্যালে তিনি সেখানে চিকিৎসাধীন থাকার একদিন পরে মারা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আইনুল হক। তিনি তেতুলিয়া
উপজেলা পল্লি দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) মাঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সারাদিন অফিসে কাজ করে সন্ধায় বাড়িতে যাওয়ার সময়ে এ ঘটনার স্বীকার হন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলেমান আলী তিনি বলেন,এ ঘটনায় পরিবারের পক্ষে অভিযোগ পেলে সড়ক দুর্ঘটনা আইনে ব্যবস্থানেওয়া হবে।
আপনার মতামত লিখুন :