পঞ্চগড়ে সদর উপজেলা পাট চাষীদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৮, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন /
পঞ্চগড়ে সদর উপজেলা পাট চাষীদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষীদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের পাট চাষ, জাগ দেওয়া এবং আঁশ ছাড়ানো প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আসাদুন নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলি এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পলাশ চন্দন বর্মন।