হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ১৫০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রতন লাল দেবের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের ২নং পুটিজুরী ইউনিয়নের দ্বিগম্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল হক (২৫), মোঃ আমির আলী (২৭)।
এ তথ্য নিশ্চিত করে ওসি জাহিদুল ইসলাম জানান, পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের টহলকারীদল পুলিশের সঙ্গীয় ফোর্সের সহায়তার তাহাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের হেফাজত থেকে ভারতীয় ১৫০ বোতল ফেনসিডিল মদ উদ্ধার করা হয়। এ বিষয়ে রবিবার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাহুবল থানায় মামলা দায়ের পর আদালতে সোপর্দকরা হয়।
আপনার মতামত লিখুন :