হবিগঞ্জে প্রতিবন্ধী যুবতিকে ধর্ষণ গ্রেপ্তার ১


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন /
হবিগঞ্জে প্রতিবন্ধী যুবতিকে ধর্ষণ গ্রেপ্তার ১

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুরে একটি ঘরে ঢুকে প্রতিবন্ধী এক যুবতিকে ধর্ষণের অভিযোগে রুহুল আমীন (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রুহুল আমীন বীরসিংহপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। ধর্ষণের শিকার ওই যুবতি (৩০) একই ইউনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীর মা মাধবপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন অভিযোগের ভিত্তিতে জানান, শারীরিক, মানসিক ও বাক প্রতিবন্ধী ওই যুবতি তার বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। ৮ এপ্রিল রাত ১০টার দিকে মেয়েটিকে একা ঘরে রেখে তার বাবা-মা পাশের ঘরে যান। এই সুযোগে রুহুল আমীন ঘরে প্রবেশ করে ওই প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন। পরবর্তীকালে মেয়েটির চিৎকার শুনে বাবা-মা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তখন রুহুল আমীন পালিয়ে যান।

ওসি আরও জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রুহুল আমীনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।