হবিগঞ্জে গাঁজা, বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন /
হবিগঞ্জে গাঁজা, বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী  গ্রেফতার

হবিগঞ্জ  প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শনিবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাত ৩টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মোঃ কবির হোসেনের বসত ঘরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা ও ৪৮ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মৃত জাকির হোসেনে’র ছেলে মোঃ কবির হোসেন (২৬)।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দ কৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করে জানান, তারা পেশাদার মাদক চোরাকারবারি চক্রের সদস্য। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব -৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।