সীমান্তর কাঁটাতারের বেড়া ভেঙে বিলুপ্ত নীলগাই


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন /
সীমান্তর কাঁটাতারের বেড়া ভেঙে বিলুপ্ত নীলগাই

মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির একটি আহত নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ।
আহত নীলগাইটিকে উদ্ধারের পর প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে আহত নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বনবিভাগে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে ভারত থেকে পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। পরে কয়েকশ মানুষ হরিণ ভেবে নীলগাইটিকে তাড়া করে।

বিকেলে জয়ধরভাঙ্গা এলাকায় পাঙ্গা নদীতে ঝাঁপ দিলে সেখান থেকে নীলগাইটিকে ধরে বেঁধে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। পরে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগের একটি কক্ষে রাখা হয়।

পূর্ব জয়ধরভাঙ্গা বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘নদীপাড়ে বসে ছিলাম। বেশ কিছু মানুষ একটি গরুর মতো দেখতে একটি প্রাণীকে ধাওয়া করছিলেন। এক পর্যায়ে নদীতে লাফিয়ে পড়লে প্রাণীটিকে ধরে ফেলেন তারা।’

তনজিনা বেগম ও বছির উদ্দিন নামে স্থানীয় আরও দুজন বলেন, ‘এমন প্রাণী আমরা আগে দেখিনি। ধরে নিয়ে যাওয়ার পর শুনেছি এটা নীলগাই।’

এ বিষয়ে সামাজিক বন বিভাগ পঞ্চগড় কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। স্থানীয়দের কাছ থেকে আমরা উদ্ধার করে বন বিভাগে নিয়ে এসেছি। বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে এটিকে আমরা গাজীপুরের সাফারি পার্কে পাঠাবো।’