স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক বহু মামলার আসামী ও হবিগঞ্জ জেলার মাদকের গডফাদার আকিকুর রহমান রুমনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা সদর চতুরঙ্গরায়ের পাড়া গ্রামের আলকাছুর রহমানের পুত্র। ২০১৬ সালের একটি মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী এবং স্বৈরাচারের দোসর হয়েও দুধর্ষ রুমন প্রকাশ্যে ঘুরছিল। সোমবার (১০ মার্চ) দিনগত রাত ৯ টার দিকে স্থানীয় সারং বাজার থেকে তাকে গ্রেফতার করেন এস আই ফুলচান এবং সঙ্গীয় ফোর্স। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা।
সূত্র জানায়, ২০১১ সালে তৎকালীন বানিয়াচং প্রেসক্লাব একাংশের সভাপতি ইমদাদুল হোসেন খানের মাধ্যমে মাত্র ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা রুমন প্রেসক্লাবের সদস্য হয়ে সাংবাদিকতায় নাম লিখায়। এরপর সে শ্রমিক লীগের রাজনীতির সাথে যুক্ত হয়। একদিকে প্রেসক্লাবের সদস্য অপরদিকে আওয়ামীলীগের ছত্রছায়া, দুটোর শক্তিকে কাজে লাগিয়ে কুখ্যাত মক্ষীরাণী পুতুলের সহযোগী হয়ে তার গামছা বাহিনীর প্রধান হয়ে চুরি ডাকাতি শুরু করে। ১৪ সালে হবিগঞ্জ থেকে প্রকাশিত লোকালয় বার্তা পত্রিকার প্রতিনিধি হয়, এর কিছুদিন পরই হবিগঞ্জে স্বর্ণের হার চুরি করার সময় হাতেনাতে পুলিশের হাতে গ্রেফতার হয় রুমন।
জেল থেকে বেরিয়ে এসে বিভিন্ন জুয়ার আসর বসিয়ে বনে যায় মুখোশধারী গডফাদার, তার স¤্রাজ্যের তত্বাবধানে চলে রমরমা জুয়সহ বিভিন্ন অপকর্ম। ২০১৬ সালে রুমনের একটি ইয়াবা সেবনের ভিডিও ক্লিপ ভাইরাল হলে প্রকাশ্যে আসে তার মাদকের সম্পৃক্ততা। ১৬ সালের ১৭ জানুয়ারি ১০৫ পিছ ইয়াবা এবং ভারতীয় মদের চালানসহ গ্রেফতার হওয়ার পর দীর্ঘ শুনানি শেষে রুমনের ৭ বছরের স্বশ্রম কারাদন্ড হয়। এরপর থেকে প্রেসক্লাব এবং আওয়ামীলীগের ক্ষমতার পৃষ্ঠপোষকতায় ৭ বছরের সাজা পরোয়ানা মাথায় নিয়েও সে প্রকাশ্যে ঘুরে বেড়াত ্এবং মাদকসহ বিভিন্ন অপকর্ম অব্যাহত রাখছিল।
৫ আগস্ট বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা হওয়ার পর আওয়ামীলীগের অনেকেই পালিয়ে গেলেও দুধর্ষ রুমন প্রকাশ্যে ঘুরাফেরা অব্যাহত রাখে এবং স্বৈরাচারের পক্ষে এবং জুলাই বিপ্লবের বিপক্ষে অনলাইন পোর্টালে লেখালেখি করে। বানিয়াচংয়ে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে ৭ টি মামলা হলেও অদৃশ্য কারণে সে কোনোটাতেই আসামি হয়নি। অবশেষে ৭ বছরের সাজায় গ্রেফতার হলো বহু অপকর্মের হোতা আকিকুর রহমান রুমন ওরফে ইয়াবা রুমন।
আপনার মতামত লিখুন :