দ্য সিলেট পোস্ট ডেস্ক রিপোর্ট
ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শাহানুর খান যুক্তরাজ্যের প্রাচীনতম খেতাব ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সন্মাননা পেয়েছেন।সিটি অব লন্ডন করপোরেশন ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন খেতাব দিয়ে থাকে। ১২৩৭ সালে শুরু হওয়া এই সম্মাননা ১৯৯৬ সাল পর্যন্ত শুধু ব্রিটিশ ও কমনওয়েলথ নাগরিকদের জন্য ছিল। ১৯৯৬ সালের পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স ফিলিপ, রানিমাতা কুইন এলিজাবেথ, কিং চার্লস, প্রিন্সেস ডায়না, উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট অ্যাটলি, মার্গারেট থ্যাচার, ফুটবলার হ্যারি কেইন, নেলসন ম্যান্ডেলা, স্টিফেন হকিংসসহ অনেক বিখ্যাত ব্যক্তি সিটি অব লন্ডন সম্মাননায় ভূষিত হন। শাহানুর খান’র এই অর্জনে উনাকে অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মন্তব্য করুন