আঃজলিল, যশোরঃ
যশোরের শার্শা নাভরণ বাজার থেকে চুরি মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় চুরি হওয়া ১ ভরি ১১ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
এর আগে বুধবার রাতে নাভরণ বাজার থেকে যশোর জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা তিন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, শার্শার কাশিয়াডাঙ্গা গ্রামের আনিছুরের ছেলে জনি (২১), নূর মোহাম্মদের ছেলে নুর আলম (৪২) ও শার্শার রাড়িপুকুর গ্রামের শাহজানের ছেলে মেহেদী হাসান (২৯)। মামলাটির তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, সাম্প্রতি শার্শায় বিড়ি শ্রমিক ইস্রাফিল হত্যার এজাহারভুক্ত আসামী মেহেদী হাসানকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করে।
এসময় জিজ্ঞাসাবাদে জানতে পারেন এ হত্যার পিছনে একটি চুরির কাহিনী রয়েছে। একই গ্রামের ইসলামী ব্যাংক কর্মকর্তা রুহুল কুদ্দুসের বাড়ীতে ২০১৮ সালের জুলাই মাসের ২৩ তারিখ রাতে ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা চুরি করে হত্যার আসামী নুর আলমের ভাতিজা জনি ও মফিজ। নুর আলম ও আব্দুল আজিজ এ চুরির স্বর্ণালংকার নিয়ে নেয়।
এই ঘটনায় নিহত ইস্রাফিল জেনে তাদেরকে সমাজে প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। যার প্রেক্ষিতে অন্যান্য কারনের সাথে এই চুরির কারণ যুক্ত হয়। এতে ইস্রাফিলকে মারার পরিকল্পনা করে আসামীরা। ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য রুহুল কুদ্দুসের বাড়ীতে খোঁজ নিয়ে সত্যতা পাওয়া যায় এবং ঘটনার রহস্য জেনে রুহুল কুদ্দুস বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করে।
পরে অভিযান চালিয়ে শার্শার নাভরণ থেকে তিন আসামীকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন