লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২১, ১২:০৪ পূর্বাহ্ন /
০
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ
আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত করায় পৌর আওয়ামী লীগের ব্যানারে গণসংবর্ধনা দেয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠান সোমবার বিকেলে শহরের উত্তর স্টেশনে অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। গণসংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন পিপি, সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন বকুল, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম চৌধুরী, এডভোকেট মাহমুদুর রহমান মান্না, আহসানুল কবির রিপন, সাইফুল হাসান রনি, সাবেক ছাত্রলীগ নেতা নিশাদ ভূঁইয়া, আমজাদ হোসেনসহ আরো অনেকে।
পৌরসভার সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া আগামী পৌরসভা নির্বাচনে জয় যুক্ত হয়ে পৌরবাসীর কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখবেন। এই আশায় পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিশাল বিশাল শোডাউন নিয়ে লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে জয়যুক্ত করার অভিপ্রায়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় শহরের ব্যস্ততম মোড় উত্তর তেমুহনী জনারণ্যে ঠাসাঠাসি হয়ে পড়ে। এতে করে যান চলাচল ও সাধারন জনগন চলাচলে সামান্য বিঘ্ন সৃষ্টি হয়।
পৌর আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সহযোগিতায় যান চলাচলের রাস্তা ফ্রী করে দেওয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট বাবর উদ্দিন মাহমুদ।
আপনার মতামত লিখুন :