সাংবাদিক নুরুল আমিন রচিত আহম্মদাবাদের ইতিহাস ও ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২১, ১২:০৪ পূর্বাহ্ন /
সাংবাদিক নুরুল আমিন রচিত আহম্মদাবাদের ইতিহাস ও ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন
হবিগঞ্জ প্রতিনিধিঃ  চুনারুঘাট উপজেলার সিনিয়র সাংবাদিক নুরুল আমিন রচিত “আহম্মদাবাদের ইতিহাস ও ঐতিহ্য” বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল তিনটায় উপজেলার নালুয়া চা বাগানের দুমদুমিয়া লেকে আত্মার আত্মীয় পাগলা গ্রুপের বাৎসরিক মিলন মেলায় এ মোড়ক উন্মোচন হয়।
 এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ ফারুক আহমেদ চৌধুরী, প্রিয়জন সাহিত্য পরিষদের সভাপতি কবি রুনা আক্তার স্বপ্না, শব্দকথা’র প্রধান সম্পাদক, কবি ও  সাহিত্যিক সাইফুর রহমান কায়েস, হবিগঞ্জ জেলা ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু নাসের, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মোদারেছ আলী টেনু, লেখক সাংবাদিক নুরুল আমিন প্রমুখ।
আলোচনায় বক্তারা একটি ইউনিয়ন এর ইতিহাস ও ঐতিহ্যের গ্রন্থাকারে প্রকাশ করায় লেখকের ভুয়সী প্রশংসা করেন।
নিখুঁত ভাবে প্রকাশ করায় প্রকাশনা সংস্থা শব্দকথা প্রকাশনকে ধন্যবাদ জানান।
লেখক সাংবাদিক নুরুল আমিন বলেন, “তিনি সঠিক তথ্য সংগ্রহ করে বইটি লিখেছেন। তিনি যেখানে শেষ করেছেন আগামী প্রজন্ম সেখান থেকে শুরু করতে পারবে। তিনি পৃষ্ঠপোষক চেয়ারম্যান সনজু চৌধুরীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান শব্দকথা প্রকাশন এর স্বত্বাধিকারী মনসুর আহমেদকেও।”
উন্মোচন হওয়ার পরপরই আগ্রহীরা বই কিনতে শুরু করেন। ১৬০ টাকা মূল্যের এ বইটি বিশেষ ছাড়ে ১০০টাকায় বিক্রি হবে বলে জানানো হয়।বইটি স্থানীয় পর্যায়ে বিশেষ সাড়া পাবে জানান অনেক বিশ্লেষক।
এটি ছিল সাংবাদিক নুরুল আমিন রচিত ২য় বই। তাঁর প্রকাশিত ১ম বই “কাটাতার  পেরিয়ে” যা পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে।