সিলেট প্রতিনিধিঃ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের বৈধ কর্তৃপক্ষ নিয়ে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। শিক্ষা মন্ত্রণালয় একটি পক্ষকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে পত্র দিলেও অপর পক্ষ সেটির বিরুদ্ধে মামলা করে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনুমোদন না নিয়েই প্রোগ্রাম পরিচালনার।
এটি সহ দেশের ২৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা ধরণের অভিযোগ রয়েছে। তাই এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
দেশের ২৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত। কারও কারও বোর্ড অব ট্রাস্টিজের মধ্যে দ্বন্দ্ব চলছে। কেউ কেউ আদালতের স্থগিতাদেশে পরিচালনা করছেন। কেউ কেউ আবার অনুমোদিত শিক্ষা প্রোগ্রামের বাইরেও কিছু কিছু প্রোগ্রাম চালাচ্ছেন। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের কিছু ক্যাম্পাস অনুমোদন ছাড়াই আছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হালনাগাদ সর্বশেষ তথ্যে জানা গেছে, বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখনো দ্বন্দ্ব বিরাজমান। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ দুই ভাগে বিভক্ত এবং একে অপরের বিরুদ্ধে মামলা চলমান।
এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইউজিসির অনুমোদন না নিয়ে প্রোগ্রাম পরিচালনার। এ ইউনিভার্সিটির বি,এসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের অনুমোদন নেই বলে এ সংক্রান্ত তথ্যে উল্লেখ করেছে ইউজিসি।
সরকার এবং ইউজিসির অনুমোদিত ক্যাম্পাস ও প্রোগ্রামে ভর্তি হতে পরামর্শ দিয়েছে তারা। শিক্ষার্থীদের এ বিষয়ে ইউজিসির ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে দেখে নিতেও বলেছে।
মন্তব্য করুন