সিলেট প্রতিনিধিঃ ‘যাত্রা পথে জেগে উঠুক মানবতার জয়গান’ এই স্লোগানকে সামনে রেখে আগামী কাল ২০ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টায় সিলেটের রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, পালন করতেযাচ্ছে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নানা কর্মসূচী। করোনাকালীন সময়ে মানবিক কাজের জন্য প্রদান করা হবে মানবহিতৈষী সম্মাননাও।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। এবছর ব্যক্তি পর্যায়ে মানবহিতৈষী সম্মাননা পাচ্ছেন- বিশিষ্ট সমাজসেবক আব্দুল জব্বার জলিল, সমাজসেবক ফারমিছ আক্তার ও মেট্রোপলিটন পুলিশের নায়েক সফি আহমেদ। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পাচ্ছে যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট ও সিলেট জেলা রোভার স্কাউট।
মুক্তমঞ্চে সাংস্কৃতিক পর্বে রয়েছে নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত। সন্ধ্যা ৭টায় জিন্দাবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম মূল মঞ্চে মঞ্চায়িত হবে লিটল থিয়েটার সিলেট এর পরিবেশনায় নাটক ‘ভাইবে রাধারমণ’।
মন্তব্য করুন