ডেস্ক রিপোর্ট
নাম তোশিবা বেগম। বাড়ি সিলেটের ছাতক উপজেলায়। মাত্র এইচ এস সি পাশ করেছেন। প্রয়োজনের তাগিদে সিলেটের একটি পোশাক বিপনন প্রতিষ্টানে কাজ করেন। গানের জগতে শৌখিন শিল্পী বলা যায়। নেই গানের তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা।
শখের বশে সিলেটী বিভিন্ন ডায়লগ ইউ টিউবে আপলোড করা শুরু করেন। কাছের মানুষেরা তা পছন্দ ও করতে থাকেন। মাঝেমধ্যে নিজের পছন্দের গান ও আপলোড করতে থাকেন। কাছের মানুষ ছাড়া বাহিরেও তার পরিচিতি বাড়তে থাকে। প্রায় বছরখানেক আগে শুরু করেন টিকটক ভিডিও বানানো । আস্তে আস্তে তার বানানো টিকটক ভিডিও জনপ্রিয় হতে থাকে। মুলত এই টিকটকই তাকে এনে দেয় সবচেয়ে বড় সুযোগ। পরিচয় হয় নিউইয়র্কে বসবাসকারী সংগীত পরিচালক “মোজার” সাথে। দুজনে মিলে তৈরি করেন সিলেটী “নয়া দামান” গান। তার পরের ইতিহাস তো সবারই জানা। এই নয়া দামান গানের ভিউ কোটির ও উপরে। এই গান ই তাকে এনে দিয়েছে তারকাখ্যাতি। মাস দুয়েক আগে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ইত্যাদিতেও গেয়েছেন আরেকটি সিলেটী গান। ডাক পাচ্ছেন বিভিন্ন মাধ্যমে কাজ করার ।
এত প্রাপ্তির মধ্যে অপ্রাপ্তির কষ্ট ও আছে। মোজা নিজে অর্থ কামালেও তাকে একটি কানাকড়িও দেননি। অনেকে বিভিন্ন মাধ্যমে তার গাওয়া গান প্রচার করলেও শিল্পী হিসাবে তার নামটুকুও উল্লেখ করেনা। তাতে কি? তোশিবা নিজের উদ্যমে এগিয়ে যাবেন সিলেটী গানের প্রচার এবং প্রসারের লক্ষ্য নিয়ে।
মন্তব্য করুন