তোমার উদ্যত্ত তর্জনী
জাগিয়ে তুলে ছিলো সে দিন মানুষ হৃদয়
মাটি আর প্রেম
এক হয়ে গিয়ে ছিলো সকল প্রেমিক চোখে।
মর্মবাণী মাথায় গেঁথে পাজরের ভাঁজ খুলে
আগ্নেয়গিরি ঢেলে ছিলো
পোকা-মাকড় আর কীটপতঙ্গের ঘাড়ে
তারপর… তারপর দীর্ঘ নয় মাস
মেঘের আস্তরণ ঠেলে
উর্ধ্বমুখী লাল সবুজে মুক্তির নিঃশ্বাস।
পুস্প উদ্যান গন্ধে সচকিত হবার আগেই
কলংক মোড়া গুচ্ছ মেঘ চর্বিত চোখে-
গিলে ফেলল স্বণালী ভোরের আলো
চিতাভস্ম হৃদয়ের এক্ষত মুছিবার নয়।
আলো-আঁধারে আজও-
লাল সবুজের ডানায়
খুঁজে ফিরি, খুঁজে ফিরি তোমার উদ্যত্ত তর্জনী।
মন্তব্য করুন