হবিগঞ্জে দুইটি ফার্মেসীকে জরিমানা


দ্য সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২১, ১১:২৩ পূর্বাহ্ন /
হবিগঞ্জে দুইটি ফার্মেসীকে জরিমানা

হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ ও পুরাতন হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা বৃহস্পতিবার বিকেলে এ বাজার অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার দায়ে ২টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে শহরের কোর্ট মসজিদ সংলগ্ন চাঁদের হাসি ফার্মেসীকে ৭ হাজার টাকা ও পুরাতন হাসপাতাল রোড এলাকার জয়কালী ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন হবিগঞ্জ জেলা স্যানিটারী ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন ও হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।