
স্টাফ রিপোর্ট
হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত ৯ ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ৫ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু কুমার দাস (৫৫) কে গ্রেপ্তার করেছে বানিয়াচং থানা পুলিশ।রোববার (২ নভেম্বর ) দুপুরে উপজেলার ৫ নম্বর দৌলতপুর ইউনিয়ন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, বানিয়াচংয়ে গতবছর ৫ই আগস্ট নির্বিচারে নয় ছাত্র জনতাকে হত্যা করা হয়। ওই মামলায় ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে ৪৩ নং আসামি করা হয়। মামলায় গুরুত্বপূর্ণ আসামিদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলেও দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন মঞ্জু।
সম্প্রতি গত ৩১ অক্টোবর ওই ইউনিয়নের দৌলতপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে অতিথি করা হয় তাকে। পুলিশের সামনেই খেলোয়াড়দের হাতে হত্যা মামলার আসামি পুরস্কার তুলে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
এতে পুলিশের দায়িত্ব কর্তব্য ও উদাসীনতার বিষয়ে বিরুপ মন্তব্য করতে থাকেন উপজেলাবাসী। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই পুলিশ ওই ইউনিয়নে সাঁড়াশি অভিযান পরিচালনা করে মঞ্জু কুমার দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তবে এলাকায় জনশ্রুতি রয়েছে বানিয়াচংয়ের দূর্গম অঞ্চল খ্যাত দৌলতপুর ইউনিয়ন পরিষদে নাকি নিয়মিত দায়িত্ব পালন করতেন ওই ইউপি চেয়ারম্যান। অদৃশ্য শক্তির সহযোগিতায় এতোদিন অধরা ছিলেন তিনি।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :